বগুড়ায় পারিবারিক কলহের জেরে স্কুল ছাত্র নিহত

বগুড়ায় পারিবারিক কলহের জেরে মো. তাহসিন (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত তাহসিন বগুড়া শহরের গোদরপাড়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় ব্রাইট স্টার কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বুধবার দুপুর সোয়া ২ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়৷
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে তাহসিনকে মারধরের ঘটনা ঘটে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া।
জানা যায়, ১২ বছর আগে দুপচাঁচিয়ার তাসলিমা বেগমকে বিয়ে করেন কুদ্দুস। তাদের সংসারে তাহসিনসহ তিন সন্তান আছে। প্রায় বছর তিনেক আগে প্রতিবেশি দাদন ব্যবসায়ী আমিনুরের সাথে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠলে বিভিন্ন সময় সালিশ বসিয়েও ব্যাপারটি মীমাংসা করা যায়নি। একপর্যায়ে কুদ্দুস এক বছর তিনমাস আগে তার স্ত্রী তাসলিমাকে তালাক দিয়ে তিন সন্তানকে নিয়ে নিজে বাড়িতে ও তাসলিমা তার বাবার বাড়িতে থাকতেন।
মঙ্গলবার সকালে তাসলিমা তার সন্তানদের দেখতে গোদারপাড়ায় কুদ্দুসের বাড়িতে আসেন। সকাল ৭ টার দিকে কুদ্দুসের মা কুলসুম বেগম বাড়ি থেকে তাসলিমাকে বের করে দেন। এ সময় আমিনুর ও তার স্ত্রী শোভা তাসলিমাকে দেখতে পেয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী মিলে কুদ্দুসের মা কুলসুমকে মারধর শুরু করেন। টের পেয়ে কুদ্দুস তার মাকে উদ্ধার করতে গেলে আমিনুর ও শোভা তার আত্নীয় স্বজনদের ডাক দেন। প্রায় আট থেকে দশজন মিলে আমিনুর ও শোভার পক্ষ নিয়ে কুদ্দুস ও তার মা কুলসুমকে মারধর করতে থাকেন। এরমধ্যে কুদ্দুসের মেজ ছেলে তাহসিন সেখানে আসলে তার মাথায় আঘাত প্রাপ্ত হন।
বগুড়া জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাহসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ