প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় স্কুলছাত্র তাহসিন মৃত্যু: গ্রেপ্তার এক

বগুড়ায় স্কুল ছাত্র তাহসিন নিহতের ঘটনায় আমিনুর ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আমিনুর বগুড়া শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার জলিলের ছেলে।

বুধবার রাত ৯ শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত তাহসিন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় এক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, তাহসিন হত্যার পর থেকেই শহর জুড়ে অভিযান চালানো হয়। রাতে শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের মোবাইল রিচার্জ করতে আসেন আমিনুর। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে,১০ জানুয়ারি সকাল ৭ টার দিকে পশ্চিম গোদারপাড়া এলাকায় আমিনুর ও তার স্ত্রী শোভাসহ কয়েকজন স্কুল ছাত্র তাহসিনকে পিটিয়ে আহত করেন। পরে তাহসিনের বাবা আব্দুল কুদ্দুস ছেলেকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে তাহসিন মারা যায়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় ৭ জনকে আসামি করে তাহসিনের বাবা আব্দুল কুদ্দু হত্যা মামলা দায়ের করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, স্কুল ছাত্র হত্যার ঘটনায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button