সারাদেশ
টাঙ্গাইলে ট্রেনের চাপায় শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের চাপায় শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানা যায়নি।
পুলিশ জানান, নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।