প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় এক কয়েদীর মৃত্যু

বগুড়ায় মাদকাসক্ত এক কয়েদী মোক্তার হোসেনের মৃত্যু হয়েছে। তিনি শহরের সুলতানগঞ্জপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়,গত বছরের ১৩ ডিসেম্বর মাদকাসক্ত মোক্তার হোসেনকে কারাগারে পাঠান আদালত। ৭ জানুয়ারি তিনি কিডনী সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।
এসএ