বগুড়ায় গাঁজাসহ এক ট্রাক চালক আটক

বগুড়া ৪৩ কেজি গাঁজাসহ এক ট্রাক চালককে আটক করেছে র্যাব।
গ্রেফতার ব্যক্তি হলেন, লালমনিরহাটের সদর উপজেলার মোস্তফি গ্রামের আব্দুস সামাদের ছেলে মহিদুল ইসলাম (৩৯)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২।
এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাত ৯ টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা চারমাথা থেকে মহিদুলকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ঢাকা-রংপুর মহাসড়েকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাকে লুকিয়ে রাখা অবস্থায় ৪৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় ট্রাকচালক মহিদুলকে আটক করা হয়।
বিষয়টি নিয়ে র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান,
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে।
এসএ