প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু

বগুড়ার চিকিৎসাধীন অবস্থায় সুমন ইসলাম (২৬) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

নিহত সুমন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।

১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বগুড়ার জেল সুপার মনির আহম্মেদ বলেন, গতকাল রাতে সুমন ইসলাম কারাবন্দী অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ধুনট থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য আইনের মামলায় গেল বছরের ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে কারাগারে হাজতি ছিলেন সুমন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button