নির্বাচনপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় মান্নান আকন্দসহ দুজন প্রার্থীতা ফিরে পেলেন

বগুড়ার সংসদ উপনির্বাচনে বাতিল হওয়া ১১ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে দু’জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

তারা হলেনঃ বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ও বগুড়া-৬ (সদর) আসনে সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ।

বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপীলের শুনানী শেষে রবিবার নির্বাচন কমিশন এক আদেশে ওই দু’জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন।

রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ওই দু’টি আসনে কোন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। ফলে ওই দু’টি আসনে এখন পর্যন্ত মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় থেকে গেলেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে পাঁচজন এবং বগুড়া-৬ আসনে রইলেন ৮জন।

তবে প্রার্থীতা ফিরে না পাওয়ায় আশরাফুল আলম ওরফে হিরো আলম উচ্চ আদালতে রীট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাতিল হওয়া স্বতন্ত্র অন্য প্রার্থীরা কি করবেন সেটি এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। প্রতিদ্বন্দ্বী এসব প্রার্থীর মধ্যে ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি ওই দুই আসনে ভোট গ্রহণের কথা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button