প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে সুরভী আকতার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুরভী নুরুন্নবী প্রমাণিকের স্ত্রী। তিনি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের শামীম মণ্ডলের মেয়ে। প্রায় আটমাস আগে নুরুন্নবীর সঙ্গে তার বিয়ে হয়।

সোমবার সকালে ওই উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, রাতে স্ত্রীর সঙ্গে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন নুরন্নবী। পরে রাত ১০ টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে আটকানো পান। অনেক ডাকাডাকি করেও স্ত্রী সুরভীর সাড়া না পেলে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুরভীর ঝুলন্ত মরদেহ দেখা যায়।

সোমবার সকালে লাশ দাফনের প্রস্তুতির সময় পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ শজিমেক হাসপাতালে পাঠায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে তার শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button