প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বগুড়ার শূন্য দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামসহ অন্য সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

সোমবার সকাল ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে পাঁচজন প্রার্থীর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনীত প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল, জাকের পার্টির আব্দুর রশিদ গোলাপ, বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দীন মন্ডল ডাব প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল হাসান সিদ্দিকী জুয়েল কুড়াল ও শাহীন মোস্তফা কামাল পেয়েছেন লাঙল প্রতীক।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর লাঙল, জাকের পার্টির ফয়সাল বিন শফিক গোলাপ, গণফ্রন্টের আফজাল হোসেন মাছ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এমদাদুল হক এমদাদ মশাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম বটগাছ প্রতীক পেয়েছেন।

এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ট্রাক ও মাসুদার রহমান হেলাল পেয়েছেন আপেল প্রতীক।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, প্রার্থীদের নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে সেইসাথে নির্বাচনের আচরণ বিধি সম্পর্কেও দিক- নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button