প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় আদালতের সামনে ছিনতাই, আটক এক

বগুড়ায় পোশাকে ময়লা পরিস্কার করার নামে অভিনব কায়দায় মূল্যবান জিনিস হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র দাস। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুলের মৃত পরেশ চন্দ্র দাসের ছেলে।
মঙ্গলবার দুপুরে শহরে আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ‘অফিস-আদালতের কর্মকর্তাদের টার্গেট করেন এই চক্রটি। তাদের শরীরে ধুলা ও পানের পিক ছিটিয়ে মূল্যবান জিনিস হাতিয়ে নিত সংঘবদ্ধ চক্রের সদস্যরা। আবার কখনো কখনো নোংরা পোশাক পরিষ্কারের কথা বলে পকেট থেকে তুলে নিতেন টাকা ও মোবাইল ফোন। এই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।’
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ শাহীনুজ্জামান জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শীঘ্রই এই চক্রের বাকি সদস্যদের ধরা হবে। আটক পলাশের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এসএ