শেরপুর উপজেলা

বগুড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে জমি জবরদখল ও হামলার অভিযোগ গ্রামবাসীর। এমন অভিযোগে ভবানীপুর ইউনিয়নের আম্বইল বালেন্দা ও ভাদড়া গ্রামের অন্তত ১২ জন বাসিন্দা উপস্থিত থেকে সংবাদ সম্মেলন করেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ইসমাইল হোসেন। তিনি জানান, আম্বইলে প্রায় ১০০ বছর আগে মুসলমানরা জমি ক্রয় করে বসবাস শুরু করে। বর্তমানে প্রায় ১০০ ঘর মুসলিম পরিবার রয়েছে যাদের অনেকে নতুন করে জমি ক্রয় করেছেন, অনেকে পৈত্রিক সূত্রে পেয়েছেন। কিন্তু কয়েক বছর ধরে স্থানীয় কিছু নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন আমাদের জমিগুলো জবরদখল শুরু করেন। আমাদের পুকুরের মাছ লুট করে নিয়ে যায়।

ইসমাইল হোসেন আরো বলেন, আমাদের ক্রয়কৃত জমি এই নৃগোষ্ঠীরা নিজেদের বলে দাবি করেন। কিন্তু তারা সামান্যতম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বরং প্রতিবাদ করতে গেলে তারা সংখ্যালঘু বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে গ্রামবাসীদের।

তিনি জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা শুধু জোর জবরদস্তির ওপর এই অত্যাচারগুলো করছে। আর তাদের মদদ দিচ্ছে কিছু স্বার্থান্বেষী সংস্থা। প্রশাসন দ্রুত এর সমাধান না করলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এই সংবাদ সম্মেলনে সোলায়মান আলী, হাতেমউজ্জমান, জসিমউদ্দিন, মো. সাইফুল, মো. সুমন মিয়াসহ আরো পাঁচজন উপস্থিত ছিলেন।

এর আগে, ৮ জানুয়ারি সকালে জমিতে ধান লাগানো নিয়ে গ্রামবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দু পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছিলেন।

এ বিষয়ে শেরপুরের ইউএনও সানজিদা সুলতানা বলেন, আমরা দুপক্ষকে কাগজপত্র নিয়ে আসতে বলেছি। তাদের নিয়ে বসে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button