বগুড়ার হিরো আলম সিংহ নয়, পেলেন “একতারা’ প্রতীক

বগুড়ায় হাইকোর্টে রিট করে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পান হিরো আলম। তাই বুধবার প্রতীক গ্রহণ করেন তিনি। তবে তার চাওয়া সিংহ প্রতীকের পরিবর্তে তাকে দেয়া হয় একতারা প্রতীক।
বুধবার দুপুর ২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিরো আমলের হাতে একতারা প্রতীক তুলে দিন।
প্রতীক বরাদ্দের পরই জমে উঠেছে বগুড়া-৪ ও ৬ আসনের উপ- নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর জন্য দ্রুত পোস্টার- ব্যানারও ছাপানো হয়েছে।
এর আগে, বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন হিরো আলম।
গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এরপর হিরো আলম মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। সেই আপিলেও গত ১২ জানুয়ারি খারিজ করেন নির্বাচন কমিশন। এরপর হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পান তিনি।
এসএ