সারাদেশ

রেললাইনে বসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকা ৩ বন্ধু কাটা পড়লো ট্রেনে

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে মনোযোগী তিন বন্ধু ট্রেনে কাটা পড়েছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারের পুনিয়াউট এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। ফোনে মনোযোগ থাকায় তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এসময় তিনজনই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দু’জন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button