নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ আটক ৩

বগুড়ার নন্দীগ্রামে ২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ধুন্দার খাসপাড়ার শাজাহান আলীর ছেলে সুলতান হোসেন (২৬), ধুন্দার স্কুল পাড়ার রফিকুল ইসলামের ছেলে আলী আজম (২২) ও কুদ্দুস আলীর ছেলে জাকারিয়া হোসেন (১৯)।

সোমবার সকালে বুড়ইল ইউনিয়নের ধুন্দার হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ তাদের আটক করে।

জানা যায়, গোপন সংবাদেন ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ২০ পিস ইয়াবা পাওয়া যায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আজ দুপুরে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button