ইভিএমে হচ্ছে না আগামী সংসদ নির্বাচন
বৈশ্বিক প্রেক্ষাপট, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় আপাতত নতুন ইভিএমে আগামী সংসদ নির্বাচন করা সম্ভব নয়। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, পরিকল্পনা কমিশন সিদ্ধান্ত জানিয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার। অর্থাৎ পরিকল্পনা কমিশন আমাদের জানিয়েছে, এই মুহূর্তে প্রকল্পটির কার্যক্রম প্রক্রিয়া করছে না।এই মুহূর্তে প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না।
তিনি বলেন, কমিশন আগেই জানিয়েছিল নতুন প্রকল্প পাস না হলে আমাদের কাছে যত মেশিন আছে তা দিয়ে যতগুলো আসনে ভোট করা সম্ভব ততগুলো আসনেই ভোট করব। এটা ৫০টিও হতে পারে, ৬০টিও হতে পারে, ৭০টিও হতে পারে। আমরা পরীক্ষা করে দেখব।যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে ভবিষ্যতে হবে।
এর আগে বলা হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে ভোট হবে, সে অনুযায়ী একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছিল।