প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বালু বিক্রি নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে ছুরিকাঘাত

বগুড়ায় বালু বিক্রিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত ওই ব্যবসায়ীর নাম মোঃ রাশেদ শহরের বারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাশেদ বারপুর এলাকার বালু বিক্রেতা। এ নিয়েই এক গ্রুপের সাথে তার দ্বন্দ্বের জেরে দুপুরে দুর্বৃত্তরা তার পেটে, পাজরে, মাথায় এবং পায়ে ছুরিকাঘাত করে। এতে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলমক জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button