বিনোদন
আত্মহত্যা করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা

আত্মহত্যা করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুধীর ভার্মা। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৩।
সোমবার (২৩ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।
ওই দিনই সুধীরের পরিবার তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি।
সুধীরের মৃত্যুতে শোকাহত অভিনেতার পরিবার, বন্ধু-বান্ধবসহ পুরো দক্ষিণী ইন্ডাস্ট্রির সবাই। তিনি নিকু নাকু ড্যাশ ড্যাশ, সেকেন্ড হ্যান্ডের মতো ছবিতে কাজ করেছেন।