প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় রাশিদুল ইসলাম নামে ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত রাশিদুল ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াবাড়ি সোবহানপুর গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াবাড়ি সোবহানপুর গ্রামের শিতলপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাসনিমুজ্জামান।

তিনি বলেন, রাশিদুল র্দীঘদিন থেকে ঐ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও আবাদি জমির মাটি বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে সত্যতা প্রমাণ পাওয়ায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button