বগুড়ায় বিপন্ন প্রজাতির ভুবন চিল উদ্ধার করলো “তীর’

বগুড়ায় বিপন্ন প্রজাতির ভুবন চিল (ন্যূনতম বিপদগ্রস্ত প্রাণী) উদ্ধার হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের কলোনী এলাকা থেকে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) উদ্ধার করে চিকিৎসা প্রদান করছে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে তীর এর সভাপতি রিফাত হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে তানিহা তানিম তুবা নামে এক শিক্ষার্থী ভুবন চিল উদ্ধারের জন্য জানান। পোস্টটি ‘তীর’ এর কার্যকরী সদস্য সোহরাব হোসেন নজরে আসলে তিনি তাঁর কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের পরামর্শমত তাৎক্ষণিক বগুড়া শহরের কলোনি এলাকা থেকে পাখিটি উদ্ধার করেন।
তীর এর সভাপতি রিফাত হাসান জানান, প্রাথমিক চিকিৎসা ও শারিরিক অবস্থা পর্যবেক্ষণের পর দ্রুত বন বিভাগের পরামর্শ মত পাখিটিকে অবমুক্তকরণের ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ভুবন চিল বাংলাদেশের দেশীয় প্রজাতির বিপন্ন পাখি। যা আমাদের উপমহাদেশে নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বিস্তৃত। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম তবে স্ত্রী পাখি একটু বড় হয়।
এছাড়াও ভুবন চিল আমাদের দেশীয় পাখি হওয়ায় এটি সংরক্ষণে বন বিভাগ দ্বায়বদ্ধ। এমন দেশীয় পাখি সংরক্ষনে বাংলাদেশ সরকারের ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২’ রয়েছে।
এসএ