
২০২২ সালে ওয়ানডে ফরম্যাটে রীতিমতো রানের ফোয়ারা ছুটিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বছর শেষে ধারাবাহিকতার পুরস্কারও পেলেন তিনি। আইসিসির বিচারে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ২০২২ সালের সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে বাবরের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ওয়ানডেতে ২০২২ সালের সেরা হওয়ার দৌড়ে বাবর পেছনে ফেলেছেন ইংল্যান্ডের বেন স্টোকস, নিউ জিল্যান্ডের টিম সাউদি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে।
২০২২ সালে ৯ ম্যাচে ব্যাট হাতে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮৪.৮৭ গড়ে বাবরের সংগ্রহ ৬৭৯ রান। ২০২১ সালের জুলাই থেকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম।
শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয় গত বছর অধিনায়কত্ব দিয়েও প্রশংসা কুড়িয়েছেন বাবর। তার অধীনে ২০২২ সালে ৯ ম্যাচের আট ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। ফলে গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি।