রাজনীতি

আমাকে ক্ষমা করা হয়েছে: ডা. মুরাদ

আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আমি ক্ষমার আবেদন করেছিলাম। আমাকে ক্ষমা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

ডা. মুরাদ হাসান বলেন, আমাকে ক্ষমা করা হয়েছে জানতে পেরেছি। তবে এখনো আমি চিঠি আনতে যাইনি।

প্রসঙ্গত, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ায় জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ডা. মুরাদ হাসানকে।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালেও একই আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে সরকার গঠনের সময় মুরাদ হাসানকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে পাঁচ মাসের মাথায় ওই বছরের ১৯ মে তার দপ্তর পরিবর্তন করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী করা হয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button