প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ার নির্মাণাধীন ভবনের বিম ভেঙ্গে পড়ে এক শ্রমিকের মৃত্যু

বগুড়ায় নির্মাণাধীন ভবনের বর্ধিত অংশ অপসারণকালে বিম ভেঙে মাথায় পড়ে শংকর(৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার বিশ্বনাথের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়ার অন্যতম বাণিজ্যিক এলাকায় বেসিক রিয়েল স্টেটের বগুড়া সিটির সাততলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় কাজ চলছিলো। শ্রমিকেরা দেয়াল ভাঙ্গার এক পর্যায়ে বিম ভেঙ্গে শ্রমিক শংকরের মাথার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ