প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় নিজ ঘর থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় নিজ শয়ন কক্ষ থেকে মাওলানা শহিদুল ইসলাম নামে এক মাদরাসার শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নামুজা ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম আজিম উদ্দীনের ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নামুজা সরদারপাড়া এলাকায় ওই শিক্ষকের মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, দেড় বছর আগে শহিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাবার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ২য় বিয়ে করলেও মানসিক অসুস্থতা না কমায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তিন দিন আগে তার ২য় স্ত্রী সন্তান প্রসবের পর শহিদুল ও তার স্ত্রী আলাদা কক্ষে থাকতেন। শুক্রবার সকালে তার স্ত্রী তাকে ফজরের নামাজ আদায় শেষে অন্য ঘরে যেতে দেখেন। দীর্ঘসময় পর কোনো সাড়াশব্দ না পেয়ে সেই ঘরে তীরের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় শহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button