প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ফেন্সিডিলসহ আটক ২

বগুড়ায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন, রংপুরের কতোয়ালী এলাকার আব্দুস জব্বারের ছেলে মারুফ হোসেন বাবু (২৫) ও বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ওমর ফারুক (৪০)।

শুক্রবার দুপুর সোয় ১২ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমানমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব ১২- বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ ও আমজাদকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় মাদক বহনে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button