প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ফেন্সিডিলসহ আটক ২

বগুড়ায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, রংপুরের কতোয়ালী এলাকার আব্দুস জব্বারের ছেলে মারুফ হোসেন বাবু (২৫) ও বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ওমর ফারুক (৪০)।
শুক্রবার দুপুর সোয় ১২ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমানমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব ১২- বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ ও আমজাদকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় মাদক বহনে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় পাঠানো হয়েছে।
এসএ