প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার এক

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ একাধিক মামলার আসামি শাহিন ওরফে ছোট শাহিনকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত শাহিন শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার নন্দকুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button