বগুড়ায় এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

বগুড়ায় আসিফ শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
আহত আসিফ শেখ হেলাল শেখের ছেলে ও বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে শহরের হাকিড়মোড় সুলতানগঞ্জ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার স্থানীয়ভাবে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সুলতানগঞ্জপাড়ার মাঠে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সেখানে ছাত্রলীগ নেতা আসিফের চাচাতো ভাই তুষার স্থানীয় রিপু নামের সিনিয়র এক যুবকের ঘাড়ে হাত দেন। এ নিয়ে রিপু ও তুষারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আসিফ উভয়কে থামিয়ে দেন। পরবর্তীতে রিপু স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে তুষারকে মারতে যান। আসিফ তাদের বাধা দিতে গেলে রিপু ও তার সহযোগীরা ছুরিকাঘাত করেন।
সদর থানার ওসি জানান, আহত আসিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এসএ