বগুড়া জেলা

বগুড়ায় ইয়াবাসহ এক যুবক আটক

বগুড়ায় ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিহাব উদ্দিন সেলিম (৩০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

আটক শিহাব সোনাতলা উপজেলার পাকুল্লা আগপাড়ার মৃত রেজাউল করিমের ছেলে।

মঙ্গলবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার রাত পৌণে ৮ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথার সপ্তপদী মার্কেটের পশ্চিম গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button