আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় পুলিশের ওপর হামলা, ছাত্রদলের সভাপতি-সম্পাদক কারাগারে

বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকে পুলিশের ওপর ককটেল হামলা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী এই আদে দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম জানান, ছাত্রদলের দুই নেতা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার সকালে তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের নওয়াববাড়ি এলাকায় পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পরদিন বগুড়া সদর থানার উপপরিদর্শক ওসমান গণী বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকে যথাক্রমে ৫ ও ৬নং আসামি করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button