প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় মেয়ের বাড়িতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত

বগুড়ায় মেয়ের বাড়িতে যাবার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বাবা।
নিহত জুয়েল আলী(৫০) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কালাঞ্চ এলাকার মোঃ কছিমুদ্দীনের ছেলে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের গোদারপাড়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়ায় নিহত জুয়েলের মেয়ের বিয়ে হয়েছে। সকালে অটোরিকশা করে মেয়ের বাড়িতেই যাচ্ছিলেন তিনি।পথিমধ্যে ট্রাক ওই অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ