প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটোরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শেরপুরে গাড়ির চাপায় জাহিদ হাসান (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার বাবলু মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জাহিদ দুপুরে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল করে যাবার পথে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ জানায়, আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এসএ