নির্বাচনপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৪ ও ৬ আসনে চলছে ভোটগ্রহণ

বগুড়া-৬(সদর) এবং ৪(নন্দীগ্রাম-কাহালু) দুই আসনের উৎসবমুখর পরিবেশর মধ্য দিয়ে শুরু হয়েছে উপনির্বাচন।

সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৫ টায়।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭ টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহি ম্যাজিষ্ট্রেটগন দায়িত্ব পালন করছেন।

বগুড়া—৬ সদর আসনে আ’লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমরসহ জাসদ স্বতন্ত্র মিলে ১১ জন। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭শত ৪৩ জন।

বগুড়া—৪ (কাহালু—নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, জাপার শাহীন মোস্তফা কামাল ফারুকসহ স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button