৮২৪ ভোটের ব্যবধানে হারলেন হিরো আলম, জয়ী তানসেন
বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ৮২৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন।
তার নিকটতম প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন ১৯ হাজার ৫৮১ ভোট। মশাল প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এই নেতা পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। ৮২৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন হিরো আলম।
বুধবার রাত সোয়া ৮টায় বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি।
এই আসন থেকে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছিলো।
এর আগে হিরো আলমের মনোনয়ন বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর হিরো আলম প্রার্থিতা ফিরে পেতে আপিল করে প্রধান নির্বাচন কমিশনে। সেখানেও ব্যর্থ হলে ছুটে গিয়েছিলেন হাইকোর্টে। হাইকোর্টে রিট করে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন।
সে সময় জেলা প্রসাশক মো. সাইফুল ইসলাম হিরো আলমের হাতে প্রতীক তুলে দেওয়ার পর তার এই সফলতার কারণে অদম্য হিরো আলম বলে আখ্যায়িত করে শুভ কামনা জানিয়েছিলেন।
এসএ