নির্বাচনপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় দুই আসনের ভোট শেষে চলছে গণনা

বগুড়া- (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু করেন প্রিসাইডিং কর্মকর্তারা।

দুই আসনের সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। দুপুরের দিকে ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার আশা থাকলেও বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত কেন্দ্রগুলোতে গড়ে ২০ থেকে ৩০ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া সদর আসনের জিলা স্কুল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কার্তিক চন্দ্র দেবনাথ জানিয়েছেন, এ কেন্দ্রে ২১ শতাংশ ভোট পড়েছে। ছেলেদের তুলনায় মেয়েদের ভোটর উপস্থিতি ছিল বেশি।

ভোট গণনায় বগুড়া-৬ (সদর) আসনের ৮ টি কেন্দ্রে এগিয়ে রয়েছে নৌকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে হিরো আলমের একতারা। এর মধ্যে হিরো আলম তার নিজ এলাকা এরুলিয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন।

সদরের ওই ৮ টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ২৮৭৯টি। এছাড়াও হিরো আলমের একতারায় ৭৫৯ ও আব্দুল মান্নান আকন্দের ট্রাক মার্কায় ৫২৫টি ভোট পড়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button