নির্বাচনপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৮৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে নৌকা

বগুড়া-৬ (সদর) আসনের ৮৪ টি ভোটকেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে নৌকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে আব্দুল মান্নান আকন্দের ট্রাক মার্কা। পিছিয়ে রয়েছেন হিরো আলম।

বগুড়া- ৬ আসনের ৮৪ টি কেন্দ্রের ফলাফলঃ

৫১ হাজার ৮৬২ ভোটের মধ্যে রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ২৬ হাজার ২৯৬, আব্দুল মান্নান আকন্দ ট্রাক মার্কায় ১২ হাজার ৭৯৪, হিরো আলম একতারা প্রতীকে ৩ হাজার ৯৫৫, নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৯৬৭, মাসুদুর রহমান হেলাল আপেল মার্কায় ৯৭৮, নজরুল ইসলাম ২৯৬, সরকার বাদল ১ হাজার ৬৯৯, ফয়সাল বিন শফিক ২৯২, আফজাল হোসেন ১০৮, ইমদাদুল হক ইমদাদ ৬১৭ ও রাকিব হাসান ৮৬০ টি ভোট পেয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button