ক্রিকেটখেলাধুলা

তাসকিন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় সম্পদ: হারিস রউফ

বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম তারকা পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলে তিন ফরম্যাটেই হয়েছেন অটো চয়েজ। এবার তাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানি তারকা হারিস রউফ।

এদিকে গতির জন্য দারুণ সমাদৃত হারিস এবারের বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে না হলেও ঢাকা ডমিনেটর্স পেসার তাসকিনকে দেখছেন বহু দিন ধরে। আন্তর্জাতিক ক্রিকেটের বদৌলতে বদলে যাওয়া তাসকিনের দেখা পেয়েছে পুরো বিশ্বই।

গতকাল ১ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে টাইগার তারকাকে নিয়ে কথা বলেন হারিস রউফ। তাসকিনের প্রশংসা করে ২৯ বছর বয়সী পাকিস্তানি তারকা বলেন, ‘তাসকিন আহমেদ খুব ভালো বোলিং করছে। আমি মনে করি সে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় সম্পদ। সে ভালো বোলার, আর মাঠে নিজেকে যেভাবে নিংড়ে দেয় তা সবাই দেখেছে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা সে হৃদয় দিয়ে ক্রিকেটটা খেলে। আমি মনে করি বাংলাদেশের অন্যতম সেরা বোলার সে। আরও কিছু ভালো বোলার আছে যাদেরকে ভবিষ্যতের জন্য আরও ঘষা মাঝা করতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটের দিকে তাকালে বুঝতে পারবেন প্রতিটি আলাদা বোলারের টিকে থাকতে ভিন্ন ভিন্ন বৈচিত্রের প্রয়োজন হয়। আপনাকে পিচের দিকে তাকাতে হবে এবং বুঝতে হবে তার আচরণ। যদি পিচ স্লোয়ার বলের জন্য উপযুক্ত হয় তবে বেশিরভাগ বলই আপনার স্লোয়ার করা উচিত যেন ব্যাটারের জন্য কঠিন হয়।’

এই বিভাগের অন্য খবর

Back to top button