বিএনপিরাজনীতি

সরকার রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে: ফখরুল

শিক্ষা কারিকুলামে পরিবর্তনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যা খুশি তাই করছে। রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে রই। মরেই গেছি মনে হয়, বেঁচে নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক, দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা শীর্ষক’ এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, সবাইকে জেগে উঠতে হবে। শিক্ষকরা জাতির বিবেক, আপনাদের জেগে উঠতে হবে। তিনি বলেন, আমরা শিক্ষা কারিকুলামে বহু ত্রুটি দেখতে পাই। পাঠ্যপুস্তকে কী লিখেছে তার বিস্তারিত আলোচনায় আমি যাব না। পুরো বিষয় পড়লে একটা বিষয় বেরিয়ে আসে, তারা আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়। আমার ইতিহাস মুছে দেওয়া হচ্ছে, আমার সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button