সারাদেশ

স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাটিতে আছাড় দিয়ে সন্তানকে হত্যা করলেন বাবা

রাজধানীর কাফরুল ইব্রাহিমপুর এলাকায় রায়হান নামে এক ২২ মাসের এক শিশুকে মাটিতে আছাড় দিয়ে হত্যা করেছে তারই বাবা বাইজিদ।

ঘাতক বাবা বাইজিদ ইব্রাহিমপুর এলাকায় ভাড়া থাকলেও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা তিনি।

পুলিশ বাইজিদকে আটক করেছে।

জানা যায়, কাফরুল ইব্রাহিমপুরের একটি টিনসেট বাড়িতে সন্তান রায়হানকে নিয়ে থাকতেন বাইজিদ ও তার স্ত্রী মাহমুদা। বুধবার দুপুরের দিকে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে নিজের সন্তানকে বাবা বায়েজিদ মাথায় তুলে মাটিতে আছাড় দেয়। এতে শিশুটি মারা যায়।

পুলিশ জানান, ওই বাসা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে এবং বাবা বাইজিদকে আটক করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button