প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার গোলাম গাউছ (২৪) আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকার শাহ আলমের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে,২ জানুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গোলাম গাউছের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button