বগুড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শিপলু বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি।
শনিবার দুপুর সোয়া ২ টার দিকে শহরের কলেনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, বগুড়ায় হিরো আলমের সংবাদ করায় স্থানীয় দুই সাংবাদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডের জেলা আওয়ামী লীগ অফিস-সংলগ্ন টাউন ক্লাবে মারপিটের ঘটনা ঘটে।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ এবং স্থানীয় একটি পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম ।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগ নেতা শিপলুকে একমাত্র অভিযুক্ত করে সাংবাদিক জে এম রউফ বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ