প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত এক, আহত ৯

বগুড়া সদরে যাত্রীবাহী বাস উল্টে মিলন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন।
৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপজেলার মাটিডালি দ্বিতীয় বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ি গ্রামের মহির উদ্দিনের ছেলে।
জানা যায়, সৌরভ পরিবহনের একটি বাসটি উল্টে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িটি গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গাইবান্ধা থেকেই নাফু পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেশ কয়েকবার ওভারটেকের চেষ্টা করার একপর্যায়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বগুড়ার মাটিডালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জানান, দুর্ঘটনার পরেই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার মরদেহ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।