বগুড়ায় মৃত ব্রয়লারের মুরগী বিক্রয়,জরিমানাসহ সিলগালা

বগুড়ায় মৃত ব্রয়লারের মুরগী বিক্রয়ের অভিযোগে তাসিম মুরগীর ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সেই সাথে দোকানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা বকশিবাজারে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।
ইফতেখারুল আলম রিজভী জানান,
গোপনীয় তথ্য ছিলো বকশিবাজারে তাসিম মুরগীর ঘর মৃত মুরগী বিক্রয় করছে এবং ক্রেতাগণ যে মুরগী ওর্ডার করেন তা পরিমাপ করে প্রসেস করার নাম করে দোকানের ভিতর নিয়ে পরিবর্তন করে কম ওজনের পূর্ব হতে প্রসেস করে রাখা মুরগী নিয়ে এসে ক্রেতাগণকে দিচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে তাসিম মুরগীর ঘরে অভিযান পরিচালনা করলে সত্যতা প্রমাণ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী তাসিম মুরগীর ঘরকে ৫০,০০০/- জরিমানা করা হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
তিনি আরো জানান, একই সাথে বকশিবাজারে মাংসের দোকানসমূহে অভিযান পরিচালনা করেন। এসময় তিনজন গরুর মাংসের বিক্রেতা মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০০০ টাকা করে মোট ৩,০০০/- জরিমানা করা হয়।
এসএ