প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে অটোভ্যানের চাপায় সৌরভ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু সৌরভ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সৈয়দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তানভীরুল ইসলাম শাহীন।
জানা যায, অটোভ্যান চালক জগনাথপুর থেকে খেরুয়াপাড়া দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সৌরভ তার বাড়ির সামনে থাকা সড়কে দৌড় দিলে ভ্যানের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সৌরভের পরিবার থেকে কোন অভিযোগ জানায়নি। জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
এসএ