বগুড়ায় জুয়া আসর থেকে আটক ৮

বগুড়ার ধুনটে জুয়া আসর থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৮৩০ টাকা ও তাসসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার চৈতারপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), ইউনুস আলীর ছেলে রাসেল সরকার রনি (৩০), শহিদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডল (৩৭), বাদুলি শেখের ছেলে আব্দুর রশিদ (৪২), আলতাব শেখের ছেলে রনজু শেখ (৩২), সামছুল হকের ছেলে আরিফুল ইসলাম (৩০), জফের আলীর ছেলে খোকন মিয়া (২৬) ও রেজাউল করিমের ছেলে রাজু মিয়া (২৫)।
বৃহস্পতিবার দুপুরের তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার রাত সোয়া ১১ টার দিকে চৈতারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার এক বাড়িতে জুয়া খেলার আসর বসতো। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে জুয়া খেলার আসর বসে। এ সময় স্থানীয় এক যুবক জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ ফোন করেন। সংবাদ পেয়ে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটক ৮ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসএ