প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে আসমা খাতুন (১৪) এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আসমা খাতুন ওই এলাকার আবু বক্করের মেয়ে। আসমা এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতেন।
আসমার বাবা জানান, আমার স্ত্রী তার বাবার বাড়িতে ছিল। সকালে জমির কাজে আমিও বেরিয়ে যাই। এসময় মেয়ে বাড়িতে একা ছিল। জুম্মার নামাজ পড়ার জন্য বাড়িতে এসে আসমাকে তার ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাই।
আসমার বাবা আরও জানান, ঠিক কেন আমার মেয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছুই জানিনা।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।