বগুড়ায় ফেসবুক লাইভে এসে এক যুবকের আত্নহত্যা

বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে গলায় ওড়না পেঁচিয়ে সমীর সাহা পাপ্পা (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার সন্ধ্যা রাতে শহরের গোসাইপাড়ার বাসার নিজের শোবার ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাপ্পা ওই এলাকার শ্যামল সাহার ছেলে।
জানা যায়, সোমবার বিকালে নিজের ফেসবুক আইডির টাইমলাইনে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে পোস্ট দেন পাপ্পা। এই পোস্ট দেওয়ার দেড় ঘন্টা পর সন্ধ্যারাতে লাইভে এসে শয়নকক্ষের দরজা- জানালা বন্ধ করে সেলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পারিবারিক কলহের কারণেই সমীর সাহা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
এসএ