খেলাধুলাপ্রধান খবরফুটবল

এবার চোট পেয়েছেন হালান্ড, গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা নিয়ে সংশয়

অ্যাস্টন ভিলার বিপক্ষে দারুণ জয়ের ম্যাচেই একটা দুর্ভাবনা যোগ হয়েছে ম্যানচেস্টার সিটি শিবিরে। চোট পেয়েছেন আর্লিং হালান্ড। তাতে আর্সেনালের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে জেগেছে সংশয়।

হাইভোল্টেজ সেই ম্যাচের আগে ইনজুরি বাসা বেধেছে সিটি শিবিরে। এস্টন ভিলার সাথে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছিল পেপ গার্দিওলার দল। তবে সেই ম্যাচে দলের বড় তারকা এবং এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা আর্লিং হালান্ড ইনজুরিতে পড়েন। আর সেটিই মূলত ফর্মের তুঙ্গে থাকা এ স্ট্রাইকারকে আর্সোনালের বিপক্ষে অনিশ্চিত করে দিয়েছে।

আপাতত হালান্ডকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানিয়েছেন গার্দিওলা। নরওয়ের তারকা এই স্ট্রাইকারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা বললেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলাও।

এই বিভাগের অন্য খবর

Back to top button