নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় কুয়া থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় কুয়া থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই শিশুর নাম মুনিম হোসেন (৫)। মুনিম উপজেলার চাঙ্গুর গ্রামের ইদ্রিস আলী মাষ্টারের ছেলে। 

বুধবার সাড়ে ১১টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুর গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে , বুধবার সকাল মুনিম খেলার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। মুনিমকে খাওয়ানো জন্য মা বোন খোঁজাখুঁজি শুরু করে। পারে সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে ভোরাট পরিত্যাক্ত মলত্যগের কুয়ার মধ্য বড় বোন তাবাসসুম মুনিমের পা দেখে চিৎকার দেয়। স্থানীয়রা এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

পুলিশ জানান, শিশুটির মাথার পেছনে এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ গুম করতে শৌচাগারের কূপে রাখে।

এই বিভাগের অন্য খবর

Back to top button