প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় নোংরা পরিবেশে দই-মিষ্টি প্রস্তুত করায় রাফাত দই ঘরকে জরিমানা

বগুড়ার বাঘোপাড়ায় রাফাত দই ঘরে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেচে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর ১ টার দিকে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল।
এসময় জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।
ইফতেখারুল আলম রিজভী জানান, রাফাত দই ঘরে অপরিষ্কার অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে দই মিষ্টি প্রস্তুতে করা হচ্ছিলো। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক নুর ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রফাত দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ