খেলাধুলাফুটবল

ব্রাজিলিয়ান ফুটবলারের রহস্যজনক মৃত্যু

বয়স মাত্র ২১, যুবদলে খেলে নিজেকে প্রমাণ করে সুযোগ পেয়েছেন মূল দলেও। অথচ মূল দলে নিজের সামর্থ্য দেখানোর আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন ব্রাজিলের উদীয়মান তারকা ফুটবলার জিয়ান কায়ো। কিন্তু কিভাবে মারা গেলেন, সেটাই জন্য মর্মান্তিক রহস্য হয়ে উঠেছে সবার কাছে।

শুধু তাই নয় নিজ বাসায় মৃত অবস্থায় পড়ে ছিলেন টানা তিন দিন।  ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো এফসির হয়ে খেলতেন এই উদীয়মান তারকা গোলরক্ষক। শনিবার (২১ ফেব্রুয়ারি) সান্তো আন্দ্রের বিপক্ষে ম্যাচ ছিল কায়োর ক্লাব তুয়ানো এফসির। ম্যাচের আগে থেকেই নিখোঁজ ছিলেন কায়রো। এরপর থেকে তাকে খোঁজা শুরু করলে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।

ইতুয়ানো এফসি ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ তারিখ নিজ বাসায় মৃত্যু হয়েছে কায়রোর। মৃত্যুর তিনদিন পর উদ্ধার করা হলো ২১ বছর বয়সী এই গোলরক্ষকের লাশ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইতুয়ানো এফসি ক্লাব কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা কায়োর মৃত্যুতে শোক প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, “অত্যন্ত দুঃখ ও হতাশা নিয়ে ইতুয়ানো এফসি অ্যাথলেট জিয়ান কায়ো গোমেস সোয়ারেসের মৃত্যুসংবাদ জানাচ্ছে। গত ১৮ তারিখ রাতে এই গোলকিপারের মৃতদেহে তার নিজ বাসভবনে পাওয়া যায়। তার বিদায় আমাদের কাছে অপূরণীয় ক্ষতির সমান। তার পরিবার-পরিজনের জন্য প্রার্থনা করছি এবং এই শোকের সময় তার পরিবারকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করছি।”

কায়োর মৃত্যু নিয়ে এখনই কিছু জানাচ্ছে না এফসি ক্লাব কর্তৃপক্ষ। তবে এই মৃত্যুকে রহস্যজনক বলে আখ্যা দিয়েছে ব্রাজিলের একাধিক গণমাধ্যম। ইতিমধ্যে স্থানীয় পুলিশ রহস্যময় এই মৃত্যুর বিষয়টি তদন্ত শুরু করেছে।

অনূর্ধ্ব-২০ থেকে ইতুয়ানো এফসির হয়ে খেলেছেন কায়ো। ক্লাবটির হয়ে লিস্তা চ্যাম্পিয়নশিপ ও সাও পাওলো কাপেও খেলেছেন তিনি। দ্রুত নিজের প্রতিভা দেখিয়ে চলতি বছর ক্লাবের মূল দলেও সুযোগ পেয়েছিলেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button