প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় অবৈধভাবে ফুটপাত দখল, ৩ ব্যাবসায়ীকে জরিমানা

বগুড়ায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ৩ ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

২২ ই ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বগুড়া পৌরসভার কলোনি এলাকায় অবৈধ ভাবে ফুটপাত দখল করে কাবাব ও চাপের দোকান বসানোর দায়ে, সারোয়ার, ফিরোজ ও মহব্বত এই ৩ জন দোকানদারকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বলেন, স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ অনুসারে অবৈধ ভাবে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোর দায়ে এই জরিমানা আরোপ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button